বগুড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

বগুড়ার শাজাহানপুরে বাপ্পী (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সময় সাহেব আলী নামের সমবয়সী আরেক শিশুকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বাপ্পী উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের ট্রাকচালক মোকছেদ আলী ছেলে। আহত বুদ্ধিপ্রতিবন্ধী সাহেব আলী একই গ্রামের আহমদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার পর কে বা কারা বাপ্পীকে ফোন করেন। সে রাতের খাবার খেয়ে পাখি ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ১২টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী সাহেব আলী আহত অবস্থায় দৌড়ে বাড়িতে এসে বলে, গয়নাকুড়ি সলাকুড়িয়া চড়ার ভেতর কে বা কারা বাপ্পীকে কুপিয়ে ফেলে রেখেছে। তাকেও মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করলে সে দৌড়ে পালিয়ে এসেছে। এই কথা বলে সাহেব আলী অজ্ঞান হয়ে যায়। তার কথামতো দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাপ্পীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বাপ্পী বগুড়া ক্যান্টনমেন্টে কোনো এক অফিসারের বাসায় কাজ করত। আট দিনের ছুটিতে সে বাড়িতে বেড়াতে এসেছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাপ্পীর ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এখন পর্যন্ত হত্যার কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।