মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে গেলেন মহাসড়কে, পিষে চলে গেল বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

বগুড়ার শাজাহানপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে আহসান হাবিব (৩৫) নামের এক ভুট্টা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত আহসান হাবিব উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি নয়মাইল হাটে ভুট্টা কেনা-বেচার ব্যবসা করতেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ফুলতলা মাটির মসজিদ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান হাবিব মোটরসাইকেল করে বগুড়ার দিক থেকে নয়মাইলের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের চাকা স্লিপ করে মহাসড়কে পড়ে যায়। এ সময় শাহ ফতেহ আলী নামের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আহসান হাবিব।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।