১৫ মামলার আসামি ডাকাত সরদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর দুর্গম চরে আত্মগোপনে থাকা আন্তজেলা ডাকাত দলের সর্দার লুৎফর শেখ ওরফে লুৎফর ডাকাতকে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তার নামে ডাকাতি ও হত্যাসহ ১৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

লুৎফর শেখ সারিয়াকান্দি উপজেলার কাকাইল হাতা (সুজালের পাড়া) গ্রামের মুছা শেখের ছেলে।

জানা গেছে, লুৎফরের নামে বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা ও জামালপুর জেলায় চারটি হত্যা ছাড়াও ডাকাতি, চুরি অস্ত্রসহ মোট ১৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি সারিয়াকান্দির যমুনা নদীর বিভিন্ন দুর্গম চরে আত্মগোপন করে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ পরিচালনা করছিলেন।

ওসি আরও বলেন, ২৮ ডিসেম্বর ডিবি পুলিশের একটি দল চালুয়াবাড়ী ইউনিয়নের দুর্গম চরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।