কুষ্টিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১১:৫০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মহিদুল ইসলাম ও ১৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মীর রেজাউল ইসলামের সমর্থনে অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন। এর আগে ১৪ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত হন বর্তমান কাউন্সিলর শাহিন উদ্দিন।

কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে এ প্রথম তিন ওয়ার্ডে কাউন্সিলররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু আনসার।

আল মামুন সাগর/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।