মাদারীপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবা সপ্তাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৫১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০

 

মাদারীপুরে করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে মাদারীপুর সরকারি কলেজ মাঠে এই সেবা সপ্তাহের উদ্বোধন করে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) আয়োজনে অনুষ্ঠানে যোগ দেন খুলনা সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার মেজর মো. জসিম উদ্দিন, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেবতি মোহন সরকার।

jagonews24

আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদিক্ষণ শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ এবং সচেতনতা বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মাদারীপুর সরকারি কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারি রাজৈর ডিগ্রি কলেজ ও ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুন রিজেমেন্টের সদস্যরা।

বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।