সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবির ওপর হামলা চালিয়ে তাদেরকে মারপিটসহ ক্যামেরা, মোবাইল, টাকা ছিনতাই ঘটনার প্রতিবাদ জানিয়ে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিট মানববন্ধন করেছে।

মানববন্ধন বলা হয় ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারিরা গ্রেফতার নাহলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচি দেয়া হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাংবাদিক আবদুর রহিম, হাসিবুর রহমান বিলু, চপল সাহা, সবুর শাহ লোটাস, মির্জা সেলিম রেজা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সভাপতি জি এম সজল। সঞ্চালনা করেন মেহেরুল সুজন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবি হামলার শিকার হয়

সাংবাদিক মাজেদুর রহমান অভিযোগ জানিয়েছেন, তাদের ওপর হামলা চালিয়েছে বগুড়া সদরের নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও তার সহযোগী মোহাম্মদ জনি।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।