পাওনা টাকা চেয়ে মার খেলেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে মহসিন মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় হুরুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় আহতের বাবা আমিন মিয়া বাদি হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মহসিন মিয়া গুরুতর অবস্থায় সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ব্যক্তি হুরুয়ারকান্দা গ্রামের আমিন মিয়ার ছেলে মহসিন মিয়া।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, হুরুয়ারকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুক মিয়া সপ্তাহ খানেক আগে মহসিন মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা ঋণ নেন। ঘটনার দিন পাওনা টাকা ফেরত চাইতে গেলে মহসিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে টাকা ফেরত দিতে অস্বীকার করে।

পরে মহসিন মিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। এতেই ক্ষুদ্ধ হয়ে উঠেন মহসিন মিয়াসহ সংঘবদ্ধ একটি চক্র।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মহসিন মিয়া সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতুর পশ্চিমপাড়ের বালু বিক্রি করে তিন লাখ টাকা নিয়ে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা হন।

ঘটনাস্থলে পৌঁছার পরই ইসমাইল আলীর ছেলে আবুল হোসেন হুকুম দিয়ে বলে- ‘হারামজাদাকে খুন করে বিচার প্রার্থী হওয়ার স্বাদ মিটিয়ে দাও’। তার হুকুমে রমজান মিয়া, ফরহাদ মিয়া, মাসুক মিয়া, মজিবুর রহমান দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় তার তার মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ায় অপারেশন চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জাগো নিউজকে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। মামলাটি আমলে নিয়ে এফআইআর করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।