ঢাকায় নেয়া হচ্ছে সেই বাসচালককে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:১৭ পিএম, ০২ জানুয়ারি ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার চালক শহিদ মিয়াকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) সুমন মালাকার।

শনিবার (০২ জানুয়ারি) বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতারের পর প্রথমে সিআইডি সুনামগঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে সাংবাদিকদের সাথে কোনো প্রেস বিফিং না করে আটককৃত আসামিকে নিয়ে তারা ঢাকার উদ্দেশ্য রওনা হন।

সিআইডির এস আই সুমন মালাকার জাগো নিউজকে জানান, চালক শহিদ মিয়াকে আজকে ভোরে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক শহীদ মিয়াকে গ্রেফতার করে সিআইডি। শনিবার ভোর ৬টায় ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় পুরাতন বাসস্টেশন থেকে তাকে আটক করা হয়

লিপসন আহমেদ/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।