পটুয়াখালীতে আগুনে ১৩ দোকান ভস্মীভূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) রাত ১টায় হেতালিয়া বাদাঘাটের উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে দুই ঘন্টা চেষ্টার পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ভস্মীভূত হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- আলতাফের লেপ-তোশকের দোকান, দেবাশীষ কর্মকারের রাজ লক্ষী জুয়েলার্স, মো. গিয়াস উদ্দিনের সাইফুল ব্রাদার্স, নজরুল ইসলামের বিসমিল্লাহ টেইলার্স, রাজ্জাক মৃধার পোল্ট্রি সেবা, সাইফুল ইসলামের কসমেটক্সের দোকান, রিয়াজ মুন্সির পোল্ট্রি সেবা, জাহাঙ্গীর মুন্সির গ্যাস সিলেন্ডারের দোকান, সিবু কর্মকারের স্বর্ণের দোকান, মো. জুয়েলের জুয়েল ইলেকট্রনিক্স, মানিক পালের হাড়ি-পাতিলের দোকান এবং সুমন ও ইলিয়াসের চায়ের দোকান।

ক্ষতিগ্রস্ত বিসমিল্লাহ টেইলার্সের মালিক নজরুল ইসলাম বলেন, স্থানীয় আলতাফের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। রাত ১-৩টা পর্যন্ত একটানা আগুন জ্বলতে থাকে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, হেতালিয়া বাদাঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক দুটি দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসএমএম /জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।