ধর্ষণের উদ্দেশ্যে ঘরে আগেই লুকিয়ে ছিলেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১০ জানুয়ারি ২০২১

নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগে বাদল হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) সকালে ধামইরহাট ইউনিয়নের জগদল (ঘোনা পাড়া) নামক এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ির পাশের একটি মুদি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যান ওই গৃহবধূ। এই সুযোগে গোপনে বাদল হোসেন ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে লুকিয়ে ছিলেন। পরে গৃহবধূ বাড়িতে ফিরলে তিনি তাকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় গৃহবধূ চিৎকার দিলে স্বামী ও স্থানীয়রা এগিয়ে আসলে বাদল পালিয়ে যান। পরে গৃহবধূ বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন। রোববার সকালে তাকে বাড়ি থেকে আটক করে পুলিশ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মোন্নাফ বলেন, আসামি বাদল হোসেনকে আটক করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।