ফেনীতে বাসচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১০ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মো. আশরাফুল আলম (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) বিকেলে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়।

নিহত আশরাফুল ফাজিলপুর ওয়ালিয়া ডিগ্রি মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্র। জেলার ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের হারুন ড্রাইভারের ছেলে।

নিহতের মামা সরোয়ার হোসেন জানান, বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে দাঁড়ালে চট্টগ্রাম অভিমুখী সেন্টমার্টিন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-২১৯৩) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুলকে চাপা দেয়।

এ সময় নিহতের নানা আব্দুস সোবহান ও চাচাতো ভাই গুরুতর আহন হন। তাদের উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম নেয়া হয়েছে। এই ঘটনায় আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুল হাসান/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।