সাতক্ষীরায় মেশিনের আঘাতে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২১

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় পলিথিন কারখানায় মেশিনের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল শেখ (২৫) পাটকেলঘাটার বড়বিলা গ্রামের অজেদ আলী শেখের ছেলে।

এ ঘটনায় কারখানা মালিক ও ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলেন জুয়েল শেখ। বিকেলে কারখানার মেশিনে আঘাত পেয়ে মারা যান জুয়েল। ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন কারাখানার মালিক। তবে সন্ধ্যার আগে ঘটনাটি জানাজানি হলে পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। নিহত জুয়েলের মুখ বিকৃত হয়ে গেছে। একটি চোখ খুঁজে পাওয়া যায়নি তার।

ঘটনাস্থলে গিয়ে কারখানাটিতে কোনো প্রকার সাইনবোর্ড দেখা যায়নি। কারখানায় উৎপাদিত পলিথিনের গায়ে সাধু এন্টারপ্রাইজ, চিত্রনিত্য এন্টারপ্রাইজ, কমল এন্টারপ্রাইজ নামের লেভেল দেখা যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কারখানার মেশিনের হাতলে বাড়ি খেয়ে নিহত হন শ্রমিক জুয়েল। এ ঘটনায় কারখানার মালিক মিলন সাধু ও ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘পলিথিন কারখানাটি বৈধ বলে দাবি করছেন কারখানা মালিক। আমরা কাগজপত্র যাচাইবাছাই করছি। যাচাইবাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আকরামুল ইসলাম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।