রাজবাড়ীতে নৌকা পেলেন মোহম্মদ আলী ও গোয়ালন্দে নজরুল ইসলাম

১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ পৌরসভায় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এতে রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মোহম্মদ আলী চৌধুরী এবং গোয়ালন্দ পৌরসভায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মণ্ডল।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন। গণভবনে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে প্রার্থিতা চূড়ান্ত করায় জেলা শহরের নৌকার প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে প্রার্থীর কর্মী ও সমর্থকরা।
রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ