বাজারে পাওয়া গেল মালিকবিহীন ৩৩ মণ জাটকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২১

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩৩ মণ জাটকা উদ্ধার করেছে নৌ-পুলিশ। এসব মাছের মূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার মিরকাদিম কাঠপট্টি বাজার এলাকায় এই বিপুল পরিমাণ মাছ উদ্ধার করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টেশন ইনচার্জ মো. কবির হোসেন খাঁনের নেতৃত্বে মিরকাদিম কাঠপট্টি বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১ হাজার ৩২০ কেজি (৩৩ মণ) অবৈধ জাটকা উদ্ধার করা হয়। পরে জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীমের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় এসব মাছ বিতরণ করা হয়েছে।

মুক্তাপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।