দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না সাইফুলের

ফাইল ছবি
বগুড়ায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে বগুড়ার নশিপুর ইউনিয়নের চুনাতিঘাট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল শাজাহানপুরের বোহাইল উত্তরপাড়া গ্রামের মৃত আমীর প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সাইফুল ও তার জামাই রজিবুল ইসলাম মোটরসাইকেল করে গাবতলীতে দাওয়াত খাওয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে নশিপুর ইউনিয়নে চুনাতিঘাট ব্রিজে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।
স্থানীয়রা আহত রজিবুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে এখনও শনাক্ত করা যায়নি।
এসএমএম/এমকেএইচ