জাল ভোট দিতে এসে ধরা খেলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

বগুড়ার শেরপুর পৌর নির্বাচনে ভুয়া ভোটার সেজে জাল ভোট দিতে গেলে আবু সাঈদ সরকার (৪০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শহরের ডিজে হাইস্কুল ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এই সাজা দেন।

আবু সাঈদ সরকার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করে জানান, আটক আবু সাঈদ গাড়ীদহ ইউনিয়নের ভোটার। অথচ তিনি নিজেকে এ পৌরসভার ভোটার দাবি করে ভোটকক্ষে ঢুকে পড়েন।

এমনকি মুসলমান হলেও নিজের পরিচয় গোপন রেখে হিন্দু ভোটার সেজে জাল ভোট দেওয়ার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে ব্যালট পেপারও হাতে নেন।

কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের সন্দেহ হলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একপর্যায়ে ভুয়া ভোটার প্রমাণিত হলে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান তিনি।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।