সান্তাহারে তৃতীয়বারের মতো মেয়র হলেন বিএনপির ভুট্টু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, তোফাজ্জল হোসেন ভুট্টু পেয়েছেন ৭ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ভোট পেয়েছেন ৭ হাজার ৩৯৭। অর্থাৎ ৪২২ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন ভুট্টু।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।