মৌলভীবাজারের দুই পৌরসভায় নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল জানা যায়।

কুলাউড়া পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের শাহাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ পেয়েছেন ১ হাজার ৭৭৬ ভোট, নারকেল গাছ প্রতীকে বর্তমান মেয়র শফি আলম ইউনুস পেয়েছেন ২ হাজার ৯৯৪।

অপরদিকে কমলগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে জুয়েল আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ২৫৭ ভোট। এছাড়া ধানের শীষের প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৩০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৮৭ ভোট এবং মো. হেলাল মিয়া (জগ) পেয়েছেন ২ হাজার ৮০৬ ভোট।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।