মোংলার মেয়র হলেন আ.লীগের আব্দুর রহমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ১২৫ ভোট।

শেখ আব্দুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জুলফিকার আলী। তিনি ৫৯২ ভোট পেয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এসব তথ্য জানান।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে কেন্দ্র দখল, এজেন্ট ঢুকতে না দেয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জুলফিকার আলী সকালে ভোট বর্জন করেন।

এরশাদ হোসেন রনি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।