গভীর রাতে ট্রেনে আগুন, বগি ভস্মীভূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২১

যশোরের অভয়নগরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। রোববার ভোরে নওয়াপাড়া রেলস্টেনে এ দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা জানান, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এ সময় ওই ট্রেনের পাওয়ার কারের বগিতে আগুন লেগে যায়।

ট্রেনে ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় নওয়াপাড়া ফায়ার স্টেশনে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

jagonews24

পরে ট্রেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটেনি।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

মিলন রহমান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।