পিরোজপুরে কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২১

পিরোজপুর কারাগারে অনিমেষ হাওলাদার (৩৫) নামের হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তিনি ইন্দুরকানী উপজেলার পত্তাশি ইউনিয়নের চরানি পত্তাশী গ্রামের মনমথন রঞ্জন হালদারের ছেলে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে কারা সূত্র জানিয়েছে।

অনিমেষ পত্তাশী ইউনিয়নের চরনি পত্তাশীর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধুসূদন হালদারের স্ত্রী গোলাপি হালদার (৬৫) হত্যা মামলার আসামি ছিলেন।

কারাগার সূত্র জানায়, অনিমেষ জেলার ইন্দুরকানী উপজেলার একটি হত্যা মামলায় গত বছরের ৩১ জুলাই থেকে কারাগারে ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাওছার মাহমুদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হাসান নামের এক কারারক্ষীর মাধ্যমে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।