যুবলীগ নেতাকে কোপানোয় দল থেকে আরেক নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২১

পৌরসভা নির্বাচনের জের ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজকে কুপিয়ে জখম করার ঘটনায় উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক কামরুল হাসান বক্সকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়ার উছলাপাড়া এলাকায় আমিনুল ট্রেডার্সে কোপানোর ঘটনা ঘটে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কামরুল হাসান বক্সকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজের ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে আহত করায় সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হল।

অব্যাহতি দেয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।