কন্যাকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২০ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

পিরোজপুরে শিশুকন্যাকে হত্যার দায়ে সৎ মা মনি বেগমকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা জজ আদালত।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। আদালত একই সাথে আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মনি বেগম পিরোজপুর শহরের মধ্যরাস্তার জাহিদুল শেখের দ্বিতীয় স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর শহরের মধ্যরাস্তায় ফুচকা বিক্রেতা জাহিদুল শেখের প্রথম স্ত্রীর কন্যা ঝুমুরকে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় আসামি মনি বেগম পুকুরে ফেলে হত্যা করে। অনেক খোঁজার পরেও না পাওয়া যায়নি শিশুটিকে। পরের দিন দুপুরে পার্শ্ববর্তী পুকুরে শিশুটির লাশ ভেসে উঠলে থানায় খবর দেয়া হয়।

ঝুমুরের মা মুক্তা বেগম ২০১৭ সালের ২ ডিসেম্বর এ ব্যাপারে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত সাপেক্ষে সৎ মা মনি বেগমকে গ্রেফতার করে।

তিনি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্য প্রমাণ শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।