‘ফিল্মি স্টাইলে’ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২০ জানুয়ারি ২০২১

ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ‘ফিল্মি স্টাইলে’ মধ্যবয়সী এক নারীর কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুই মোটরসাইকেল আরোহী।

বুধবার (২০ জানুয়ারি) মৌলভীবাজারের রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় টেংরাবাজার রূপালী ব্যাংক থেকে ওই নারী এক লাখ টাকা উত্তোলন করে উপজেলার ডেফলউড়া গ্রামের বাড়ির সামনে পৌঁছলে দুই মোটরসাইকেল আরোহী তাকে আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। পরে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানান তিনি।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসসি) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। টাকা উদ্ধারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।