রাজবাড়ীতে হেরোইনসহ ১০ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩১ এএম, ২৩ জানুয়ারি ২০২১

রাজবাড়ী সদর থানায় ৬০ পুরিয়া হেরোইনসহ ১০ মামলার আসামি শরিফুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতার শরিফুল ইসলাম সদর থানার সজ্জনকান্দা কাহারপাড়ার পান্নু সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) স্বপণ কুমার জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার সকালে সদর থানা পুলিশ শহরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় একাধিক মাদক মামলাসহ ১০ মামলার আসামি শরিফুল ইসলামকে ৬০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

রুবেলুর রহমান/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।