শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৩ জানুয়ারি ২০২১

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ২টা থেকে শনিবার সকাল পর্যন্ত নদীতে ঘন কুয়াশায় থাকায় নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে ঘাটে আটকে আছে কয়েকশতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

fare1

অন্যদিকে কুয়াশা পড়ায় চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে। এসব ফেরি নদীতে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে শনিবার (২৩ জানুয়ারি) সকালে জানান, রাত ২টায় নদীতে ঘন কুয়াশা পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। নৌ-রুটের মোট ১৭টি ফেরি মধ্যে চার ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুইঘাটে নোঙর করে রাখা হয়েছে।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।