নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ৩ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৩ জানুয়ারি ২০২১

রাজবাড়ীর পাংশা পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে কাউন্সিলর প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে পৃথকভাবে তিনজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিন ব্যক্তিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৫ লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে ৩১ (১) ধারা মোতাবেক পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিমের পানির বোতল মার্কার এক কর্মীকে ১০ হাজার এবং একই ওয়ার্ডের উটপাখি মার্কার তাজুল ইসলামের দুই কর্মীকে ২৫ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী জানান, আচরণবিধি লঙ্ঘন করে কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে পৃথকভাবে তিনজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।