‘ভূমি ও গৃহহীনদের ঘর প্রদান জনসেবার অনন্য উদাহরণ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীন মানুষের জন্য যে ঘর প্রদান করছেন, তা জনসেবার অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। শনিবার (২৩ জানুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরই বঙ্গবন্ধু দেশ পুনর্গঠনের কাজ শুরু করে সবুজ বিপ্লবের ডাক দেন। গৃহহীন মানুষের জন্য গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করেন। মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা ভূমি ও গৃহহীন মানুষের জন্য যে নয় লাখ ঘর প্রদান করছেন, তা জনসেবার অনন্য উদাহরণ হয়ে থাকবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়ন সবই সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশের চিত্র। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, যুদ্ধকালীন থানা কমান্ডার মো. রফিকুল ইসলাম বীর প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলার ১৫০ জন ভূমি ও গৃহহীন পরিবারের নিকট ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন অতিথিরা। দুই শতাংশ জমির উপর ঘর নির্মাণ করতে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি বারান্দা, রান্নাঘর ও বাথরুম।
এমএইচআর/জিকেএস