আট দোকানে আগুনে পুড়লো কোটি টাকার সম্পদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০৭ এএম, ২৮ জানুয়ারি ২০২১

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে চাপরাশিরহাট পশ্চিম বাজার মাদরাসা সংলগ্ন এলাকায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। এতে কসমেটিকস, জুতা, সেলুন, চা-দোকান, দধি দোকানসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, দধি দোকানে হাই ভোল্টেজের লাইট দিয়ে দধিতে তাপ দেয়ার সময় অতিরিক্ত গরমে কাগজ পুড়ে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে মধ্যরাতে অনেকে বাজারে ছুটে আসেন এবং নিজের সম্বলটুকু হারিয়ে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন।

মিজানুর রহমান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।