চা বাগানে কারখানার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জে চা বাগানের একটি কারখানার ভবনের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলার দেউন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- ওই বাগানের দিনেশ মোন্ডার ছেলে অজিত বাপ্পি ও একই বাগানের আমিন মালের ছেলে স্বপন মাল।

চা শ্রমিক অনিল মোড়া জানান, বাগানে একটি পুরোনো কারখানা ভবনের সংস্কারকাজ করতে দেয়ালের উপর ওঠেন অজিত বাপ্পি ও স্বপন মালা। এ সময় দেয়াল ভেঙে পড়লে তারা নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন ওই দুই শ্রমিক। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. বিনতী শর্মা মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।