১০ মণ জাটকা জব্দ, পরে এতিমখানায় বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৮ জানুয়ারি ২০২১

পটুয়াখালীতে ১০ মণ জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শহরতলির হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে এগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ।

পরে সেখানে তিন ব্যবসায়ীর প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন তিনি।

আটকরা হলেন- আমিরুল ইসলাম (৩১), আব্দুর রহিম (৬০) ও আব্দুর রাজ্জাক মিরা (৬২)। তারা বাঁধঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন মাহমুদ জানান, অভিযান পরিচালনাকালে ছোট সাইজের (৯ ইঞ্চি) ১০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড ও জব্দ জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।