মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৯ জানুয়ারি ২০২১

মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা বেলুন ও ফানুস উড়িয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।

jagonews24

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় প্রথমে নোয়াখালী পৌরসভা বনাম ফেনীর হান্নান স্পোর্টস এবং পরে কোম্পানীগঞ্জের চরহাজারী আবু ছায়েদ জাহান ফাউন্ডেশন বনাম চরকাকঁড়া একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

মিজানুর রহমান/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।