মুন্সিগঞ্জে ভ্যাকসিন পাচ্ছেন ৪৮ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

মুন্সিগঞ্জে প্রথম ধাপে ৪৮ হাজার মানুষ পাচ্ছেন করোনার ভ্যাকসিন। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে সিভিল সার্জন আবুল কালাম আজাদ ৪৮ হাজার ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, আপাতত এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ওয়াক ইন কুলার (ডব্লিউআইসি) বা হিমায়িত কক্ষে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ১ ফেব্রুয়ারি জেলা-উপজেলা পর্যায়ের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে টিকাকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই জেলায় ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

এ বিষয়ে সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, ‘প্রথম ধাপে ফ্রন্ট লাইনের ব্যক্তিরা এ ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা ভ্যাকসিন কর্মসূচি শুরু করব। এ পর্যন্ত টিকা নিতে আগ্রহী সরকারি বিভিন্ন বিভাগের ২০ হাজার জনের তালিকা আমরা হাতে পেয়েছি। তবে টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে।'

খোঁজ নিয়ে জানাযায়, জেলা ও উপজেলা পর্যায়ে টিকা ব্যবস্থাপনা কমিটি গঠন করে এসব কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনওদের প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। প্রথম ধাপে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ও ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকাদান বুথ স্থাপন করে টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে ছয়জন প্রশিক্ষিত ব্যক্তি এই টিকা প্রয়োগের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে দুজন প্রশিক্ষিত টিকাকর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক থাকবেন।

এ দিকে মুন্সিগঞ্জ জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৪২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৬৯ জন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।