দুই নারী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

মুন্সিগঞ্জ পৌর নির্বাচনে দুই নারী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুইজন আহত ও একটি কেন্দ্রে ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকার ঘটনা ঘটেছে। বেলা ১১ টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটিতে চশমা প্রতীকের নাজমিন আক্তার নিরা ও আনারস প্রতীকের নার্গিস আক্তারের সমর্থকদের মধ্যে বেলা ১১ টার দিকে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। এ সময় মুজিবুর (৪৮) নামের এক পুুরুষ ও অপর এক নারী ভোটার আহত হয়।

কেন্দ্রটিতে দায়িত্বে থাকা পুলিশের এএসআই আ. সামাদ মল্লিক জানান, ঘটনার পরপরই কেন্দ্রে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

৩য় ধাপের মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড মিলে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে পৌরসভার ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে।

এমএইচআর/এএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।