‘সরকার গোপালগঞ্জের পর সিরাজগঞ্জকে গুরুত্ব দিয়েছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

‘ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জের পর সিরাজগঞ্জকে গুরুত্ব দিয়ে উন্নয়ন করেছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিরাজগঞ্জকে এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর সমৃদ্ধ জেলা রেখে যেতে হবে।’

সিরাজগঞ্জ জেলার ৩৭তম জন্মদিন উপলক্ষে জেলার প্রথম প্রকাশিত গণমাধ্যম দৈনিক কলম সৈনিক আয়োজিত ‘সিরাজগঞ্জ জেলার সমস্যা সম্ভাবনা উন্নয়ন ভাবনা’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শনিবার সন্ধ্যায় শহরের এম.এ. মতিন সড়কে পুরাতন কোর্ট মসজিদ মার্কেটের ২য় তলায় দৈনিক কলম সৈনিক মিডিয়া সেন্টারে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর এস.এম মনোয়ার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, দৈনিক দোলনচাঁপার সম্পাদক ফজল-এ-খোদা লিটন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, প্রভাষক শাহীন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান, উপ-প্রচার সম্পাদক নাসিমুর রহমান নাসিম, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং ৩৭ জন দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জমিদার সিরাজ আলী চৌধুরীর নামানুসারে এই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের নামকরন করা হয়। সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ ও কাজীপুর- এই ৯টি উপজেলা নিয়ে ১৯৮৪ সালের ৩০ জানুয়ারি তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সিরাজগঞ্জকে জেলা ঘোষণা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।