রহনপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতি খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চামচ প্রতীক নিয়ে তিনি সাত হাজার ৬২৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী মুহা. গোলাম রাব্বানী বিশ্বাস পেয়েছেন সাত হাজার ৬২ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে তারিক আহমেদ দুই হাজার ৮ ভোট পেয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আব্দুল্লাহ/এএএই/এমকেএইচ