হবিগঞ্জে নৌকার মাঝি সেলিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪০ এএম, ৩১ জানুয়ারি ২০২১

হবিগঞ্জ পৌরসভায় মাঝি হিসেবে নৌকা তুলে দেয়া হয়েছে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের হাতে।

শনিবার (৩০ জানুয়ারি) মনোনয়ন বোর্ড সেলিমকে পৌর নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ পৌরসভায় এবছর নৌকা প্রতীক চেয়েছিলেন আটজন প্রার্থী। এর মাঝে তিনজন আগে বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন আছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা।

দলীয় সূত্র জানায়, আতাউর রহমান সেলিম ছাড়াও এ বছর নৌকা প্রতীক চেয়েছিলেন বর্তমান মেয়র (একবার বিদ্রোহী প্রার্থী ছিলেন) মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা ও জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায়, লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা এ কে এম নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান ও পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন।

তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এবং প্রবাসী নেতাদের মনোনয়ন দেয়া হয়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।