মুজিববর্ষের ঘরের জন্য লেনদেন করলে কঠোর ব্যবস্থা: পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গৃহহীন মানুষদের জন্য মুজিববর্ষে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিতায় সিংড়ায় প্রায় ৮০০ গৃহহীন পরিবারের তালিকা প্রস্তত করা হয়েছে। মুজিববর্ষের ঘরের জন্য সংশ্লিষ্ট কেউ কোনো রকম আর্থিক লেনদেনে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সিংড়ার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ বরাদ্দের বিষয়ে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশের ৫৯ হাজার মানুষের জন্য ঘরের ব্যবস্থা করে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন। মানুষের ব্যয়বহুল এই মৌলিক চাহিদা সম্পূর্ণরুপে পূরণে অতীতের কোনো সরকার কাজ করেনি।'

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।