কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করায় বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করায় শফিকুল নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩১ জানুয়ারি) ভোররাতে কলারোয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তুলসীডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম জানান, রাত তিনটার দিকে হঠাৎ করে দেখি তার বাড়ি দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যক্রমে ওই ঘরে রাতে কেউ ছিল না, বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আমি ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী শফির পক্ষে কাজ করার অপরাধে এই আগুন দেয়া হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।