আত্মগোপনে থাকা ব্যবসায়ীর লাশ মিলল হোটেল কক্ষে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:১৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

নাটোর শহরের স্বাধীনতা চত্বরের হোটেল মিল্লাতের একটি কক্ষ থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আনোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দক্ষিণপাড়ার এজাতুল্লার ছেলে। তিনি রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত কয়েক বছর আনোয়ার হোসেন ব্যবসা করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে থেকে বড় অংকের টাকা ঋণ নেন। কিন্ত সেই ঋণ পরিশোধ করতে না পেরে অবশেষে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এরপর থেকে পাওনাদারের ভয়ে আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে যান ও বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন।

শনিবার তিনি বাড়ির লোকজনদের সঙ্গে দেখা করে নাটোরে এসে হোটেল মিল্লাতের ৩০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। রাতের কোনো এক সময় কক্ষের ভেতর সিলিং ফ্যানে রশি ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সকাল থেকে তিনি ঘরের বাইরে বের না হলে সন্ধ্যায় হোটেল বয় তাকে ডাকাডাকি শুরু করেন। এ সময় ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ হোটেলে গিয়ে কক্ষের দরজা ভেঙে আনোয়ার হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।