দেশে এখন কোনো কিছুর অভাব নেই : পরিকল্পনা মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১
ছবি : লিপসন আহমেদ

দেশে এখন কোনো কিছুর অভাব নেই। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। আর বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্য এসব উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামেয়া হাজী আক্রম আলী দাখিল মাদরাসার ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

তিনিও আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল কলেজের পাশাপাশি আলিয়া মাদরাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় একাডেমিক ভবন নির্মাণে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগাদা দেন তিনি।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, হাজী আক্রম আলী দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, আমড়িয়া দাখিল মাদরাসার সুপার আবু নছর মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।

পরে মন্ত্রী পাগলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আমড়িয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন।

লিপসন আহমেদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।