মোটরসাইকেল আরোহী মৃত্যুতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর বাজারে ট্রাকচাপায় আমির হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর প্রতিবাদে এক ঘণ্টা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করছে এলাকাবাসী। এতে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল পেশায় একজন দর্জি ও লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ষোলোঘর এলাকার বাসিন্দা।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দর্জি আমির হোসেন হয়বতপুর বাজার থেকে ষোলোঘরে নিজ বাড়ি ফেরার সময় মহাসড়কের হয়বতপুর বাজারে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় ড্রাইভারকে আটক করতে না পারলেও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ।

মহাসড়ক অবরোধকালে স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন থেকে এই মহাসড়কের হয়বতপুর বাজার অংশের একটি লেন বন্ধ রয়েছে। এতে অপর একটি লেন দিয়েই সব যানবাহন আসা-যাওয়া করে। এতে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। আজ প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুত রাস্তা মেরামতসহ দুই লেনই সচল রাখার দাবি করেছেন।

পরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।