প্রকাশ্যে শিশু অপহরণের পর একাধিক স্থানে নিয়ে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

স্বজনদের সামনে থেকে প্রকাশ্যে শিশু অপহরণের পর একাধিন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আজাদ মিয়া (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (১ জানুয়ারি) রাতে এক সিএনজিচালক শহরের একটি রাস্তা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে দোকানঘরের পেছনের দরজা ভেঙে ওই শিশুর (১৩) স্বজনদের জিম্মি করে প্রকাশ্যে তুলে নেয় পাশের রহমতপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে আজাদ মিয়া। তাকে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করে ওই বখাটে। পরদিন রাতে ওই শিশুকে শহরের কোর্ট পয়েন্ট এলাকায় ফেলে যায়। পরে সেখান থেকে এক সিএনজিচালক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে স্বজনরা মেয়েকে শনাক্ত করেন।

শিশুর বাবা বলেন, তাদের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার হান্দরচর গ্রামে। মাসখানেক আগে জীবন-জীবিকার প্রয়োজনে স্ত্রী-সন্তানদের নিয়ে তারা সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে আসেন। সেখানে একটি ঘর ভাড়া নিয়ে চায়ের দোকান শুরু করেন। দোকানের পিছনের একটি বাসায় তারা থাকতেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা করছে পুলিশ।

লিপসন আহমেদ/ আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।