সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার
সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়ান শুটারগানসহ মজনু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সমেশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মজনুকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ইউসুফ দেওয়ান রাজু/এএএইচ/এএসএম