দুই শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

চকলেট দেয়ার নাম করে দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামি ইয়াকুব আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. ইমাদুল হক এই রায় দেন।

সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী লালপুর উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের এসকেন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর সাজাপ্রাপ্ত ইয়াকুব অঅলী চকলেট দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী ৬ বছরের দুই শিশু সুমাইয়া ও রিতুকে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এতে শিশু দুটির রক্তক্ষরণ হয় এবং বাড়িতে এসে ধর্ষণের ঘটনা খুলে বলে।

পরে মিমাংসার কথা বলে আসামি পক্ষ সময় ক্ষেপণ করতে থাকে। অবশেষে একই বছরের ১ ডিসেম্বর সুমাইয়ার মা নিলুফার ইয়াসমিন বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র প্রদান করার পর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।

১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, আসামির সম্পত্তি থেকে এক লাখ টাকা নির্যাতনের শিকার শিশু দুটিকে প্রদানের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।