হবিগঞ্জে প্রথম করোনার টিকা নেবেন জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। হবিগঞ্জে প্রথম করোনা টিকা নেবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় হবিগঞ্জেও টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হবে। জেলার ২৪টি বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে। জেলায় সবার আগে আমি জেলা প্রশাসক হিসেবে করোনার টিকা গ্রহণ করব।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।