বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের, যুবকের পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ফিহাদ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই সময় হৃদয় (২০) নামের অপর যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিহাদ শহরের দিয়ার ধানগড়া মহল্লার নিখিল সর্দারের ছেলে এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। আহত হৃদয় মাহমুদপুর মহল্লার জাহাঙ্গীরের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী জানান, মোটরসাইকেলে হৃদয় ও ফিহাদ ঢাকা যাচ্ছিলেন। পথে মালশাপাড়া কবরস্থান এলাকায় এলে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে ফিহাদের মৃত্যু হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।