ভ্যাকসিনের রেজিস্ট্রেশনে সুনামগঞ্জে প্রচারণা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
ছবি: লিপসন আহমেদ

করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করতে সুনামগঞ্জে প্রচারণা শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

jagonews24

শহরের পৌরবিপনী, দোজা মার্কেটসহ ট্রাফিক পয়েণ্টের আশপাশের এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, বিভিন্ন যানবাহনের চালক-যাত্রী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়।

jagonews24

প্রচারণার উদ্বোধনকালে সিভিল সার্জন ডা. সামছ উদ্দিন জাগো নিউজকে বলেন,‘করেনা ভ্যাকসিনের আসার বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করতে প্রচারণা শুরু হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরে ১০টি কেন্দ্রে ও প্রতিটি উপজেলায় তিনটি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। তবে সবাইকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাতপালে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। ভ্যাকসিন পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে। সন্মুখসারির যোদ্ধারা অগ্রাধিকার পাবেন’।

jagonews24

লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।

লিপসন আহমেদ/এসএমএম/এএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।