বানিয়াচংয়ে বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:১০ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১
জাকিরা বেগম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চৌধুরীপাড়া গ্রামে জাকিরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে নিজ ঘরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

নিহত জাকিরা ওই গ্রামের মৃত আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী। এ ঘটনায় বৃদ্ধার ছেলে গোলাম কিবরিয়া ঠাকুর জোবায়েরকে (৩৫) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

খবর পেয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, ওসি মো. এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

নিহতের ছেলে জোবায়ের ঘটনার পর পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত সবার সামনে বলেন, ঘরে তিনি এবং তার মা থাকতেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মাকে ঘরে রেখে কেনাকাটার জন্য গ্যানিংগঞ্জ বাজারে যান। এসে দেখেন সামনের দরজায় তালা লাগানো। মাকে ডাকাডাকি করলে ঘরের ভেতর বা বাইরে কোথাও থেকে সাড়া না পেয়ে পিছনে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং ভেতরে তার মা লাশ হয়ে পড়ে আছেন। হাতুড়ির আঘাতে তার মায়ের মাথা থেঁতলানো এবং হাতুড়িটিও মাথায় আটকে রয়েছে। এ অবস্থা দেখে তিনি চিৎকার করে কান্নাকাটি করতে থাকলে লোকজন এগিয়ে আসে।

শুক্রবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলার খবর পাওয়া যায়নি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।