২০০০ টাকার জন্য মলম পার্টির সদস্যকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

দুই হাজার টাকা আদায়ের জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয় নাটোরের লালপুর উপজেলার আন্তঃজেলা মলম পার্টির সদস্য সুলতানকে (৩৮)।

সুলতান হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছানোয়ার হোসেন ছানাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশের একটি দল তাকে নীলফামারী জেলার সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে।

ছানোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে লালপুর উপজেলার চুষাডাঙ্গা গ্রামের গমখেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পকেটে পাওয়া মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করলে তার ছোট ভাই এসে মরদেহ শনাক্ত করেন। পরে নিহতের স্ত্রী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, নিহত সুলতান এবং তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা আন্তঃজেলা মলম পার্টির সদস্য। টাকা ভাগাভাগির জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন ছানা। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।